২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে শনিবার সকাল থেকে ফরিদপুর জেলার নয়টি উপজেলায় শুন্য থেকে ৫৯ মাস বয়সি দুই লাখ ৭২ হাজার ৫শ ৭৪ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো শুরু হয়েছে।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ সিরাজুল হক তালুকদার জানিয়েছেন, জেলার ২১শ কেন্দ্র থেকে প্রায় ১২ হাজার কর্মী এ টিকা খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছে।
তিনি আরো জানান, ২১ ডিসেম্বর টিকা দিবসে বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে আগামী ২২, ২৩, ২৪ ও ২৬ ডিসেম্বর টিকা খাওয়ানো হবে।