
ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল লীগের ফাইনাল খেলায় বিলকেন্দুয়াই একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লি. এর সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ফাইনালে বিলকেন্দুয়া একাদশ ২-১ গোলে প্রভাতী ক্রিড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু সাঈদ, প্রাইম ব্যাংকের উপ ব্যবস্থাপক প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবীর ফারুক। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে। উক্ত লীগ খেলায় জেলার ১২ টি ফুটবল অংশ নেয়।
এআর