প্রেসক্লাবে কাজী জাফরের প্রেসব্রিফিংয়ে ককটেল নিক্ষেপ; আহত ৬

  • Emad Buppy
  • December 20, 2013
  • Comments Off on প্রেসক্লাবে কাজী জাফরের প্রেসব্রিফিংয়ে ককটেল নিক্ষেপ; আহত ৬
national party

national partyপ্রেসক্লাবে কাজী জাফরের প্রেসব্রিফিংয়ে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া ককটেলে অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে। এ সময় সম্মেলনে থাকা নেতাকর্মীরা এদিক-ওদিক ছুটাছুটি করে বেরিয়ে পড়েন।

জানা যায়, আজ পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী প্রেসক্লাবে ‘জাতীয় পার্টির বিশেষ কাউন্সিল অধিবেশন ২০১৩’ শীর্ষক অধিবেশন ছিল জাতীয় পার্টির।

 

বিস্তারিত আসছে………