জয়পুরহাট জেলা ক্লাব ও পাঠাগারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

20Dec 2013 Joypurhat 015 copy copy copy-1বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাট শহরের পঞ্চাশোর্ধ বয়স্কদের ব্যতিক্রমী জনকল্যাণমুখি স্বেচ্ছাসেবি সংগঠন ‘জয়পুরহাট জেলা ক্লাব ও পাঠাগার’ এর সপ্তাহ ব্যাপি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বন্ধু সমাবেশ, নতুন সদস্য সংগ্রহ, আন্ত: কক্ষ ক্রীড়া  প্রতিযোগিতা, কম্বল বিতরণ ও  প্রীতিভোজ।

এ উপলক্ষে শুক্রবার শহরের জয়পুরহাট ১নম্বর ষ্টেশন সড়কস্থ ‘রুচিতা মিনি চাইনিজ রেস্তোরা’ সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিবসের অনুষ্ঠানে ক্লাব কর্মকর্তাদের মধ্যে জয়পুরহাট জেলা ক্লাব ও পাঠাগারের সভাপতি এবং জয়পুরহাট পৌরসভার কাউন্সিলর মো: মহসীন আলী,সাধারণ সম্পাদক আমিনুর রহমান টিপু ছাড়াও  অ্যাডভোকেট আমিরুল ইসলাম পিটু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, হাবিবুর রহমান,সিরাজুল ইসলাম চৌধুরী, সওদাগর জহুরুল হক, গনেশ কুমার জাজেদিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

সাকি/