
বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর মুক্তির দাবিতে নিজ জেলা কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আয়োজনে মানব বন্ধনে জাতীয়তাবাদী ধারার বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তি ও সু-চিকিৎসার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপি’র সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, যগ্ন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের আহবায়ক এ্যাডভোকেট রেহানা খানম বিউটি, জেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব প্রমুখ।
সাকি/