আখাউড়ায় শিশু শিক্ষার্থীদের মেধাযাচাই পরীক্ষা অনুষ্ঠিত

Akhaura Pic 20.12.13আখাউড়া কিন্ডারগার্টেন এ্যাসোশিয়েশনের আয়োজনে শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা শুক্রবার দুপুরে শুরু হয়েছে।

উপজেলার কিশলয় কিন্ডার গার্টেন ও গ্রিন ভ্যালি স্কুলে এই পরীক্ষা চলবে শনিবারেও। এতে উপজেলার ১৭টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৩০৫ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষায় অংশ নেয়া শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন শিশুদের পরীক্ষা দেওয়ার জন্য যে কাগজ সরবরাহ করা হয়েছে তা অত্যন্ত নিন্মমানের।

আখাউড়া কিন্ডার গার্টেন এ্যাসোশিয়েশনের সভাপতি অধ্যাপক মো. শাহজাহান মিয়া বলেন, শিশুদের মেধা বিকাশের জন্যই এই পরীক্ষার আয়োজন। রাজনৈতিক অস্থিরতা থাকায় শুক্রবারে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সংগঠনের মহাসচিব অধ্যাপক মো. আমানুল্লাহ মোল্লা বলেন, মেধাতালিকায় যারা স্থান করে নিবে তাদের প্রত্যেককে সনদ ও এক কালীন শিক্ষা বৃত্তি দেয়া হবে।

সাকি/