দিনাজপুরের হিলি স্থলবন্দরের উত্তরবাসুদেবপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় একটি ওজন কাটার (স্কেল) সামনে পাকা রাস্তার পার্শ্ব থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে সাতটার দিকে উত্তরবাসুদেবপুর এলাকায় অবস্থিত একটি ওজন স্কেল সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এআর