মাদারীপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগ পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছে

  • Emad Buppy
  • December 19, 2013
  • Comments Off on মাদারীপুরে জেলা যুবলীগ ও ছাত্রলীগ পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছে

madaripur-19-12-13-1বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাকিস্তানের জাতীয় পতাকা ও ওই দেশের প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে মাদারীপুরের জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা বিক্ষোভ মিছিল করেছে।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতনেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় পাকিস্তান পার্লামেন্ট উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও শোক প্রস্তাবের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করে।
যুবলীগনেতা ও নাকসুর সাবেক জিএস সাইফুর রহমান রুবেল খানের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বর্ষণ জমাদার, এড. কাদের, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা আহবায়ক কাজী বাশার তৌফিক,  সুজন জমাদার, কাওসার, আনোয়ার, বিপ্লব, ইরমান প্রমুখ।

এছাড়াও বুধবার রাতে মাদারীপুরে স্থানীয় স্বাধীনতা অঙ্গণে একই কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।
এ সময় দেশের বাকি যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করার দাবিসহ অবিলম্বে পাকিস্তান সংসদে কাদের মোল্লার শোক প্রস্তাব নাকচ করার আহবান জানানো হয়।

এআর