নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচীর তৃতীয় দিন আজ বৃস্পতিবার সকালে ভৈরবে বিএনপি ও ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ সময় কর্মসূচী পালনকালে বিভিন্ন পয়েন্টে কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ও রিচার্জেবল ইজিবাইক ভাংচুর করে পিকেটাররা।
জানা যায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় আইস কোং মোড় থেকে বিএনপির আহ্বায়ক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধু সরণীর এপেক্স মোড় হয়ে ভৈরব বাজার শহীদ মিনার পাদদেশে গিয়ে প্রতিবাদ সভা করে। এ সময় যানবাহন চলাচলে বাধাসহ ২টি সিএনজি ও অটোরিক্সা ভাংচুর করে পিকেটারা।
অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে মুক্তিযোদ্ধা চত্বর থেকে উপজেলা ছাত্রদলের সাধারণ -সম্পাদক শাহেদুল হক ইমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ভৈরব পৌরসভা ও কে.বি.পাইলট হাইস্কুল সড়কে কয়েকটি রিচার্জেবল ইজিবাইকে হামলা চালিয়ে ভাংচুর করে পিকেটাররা।