
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহজাহান মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে তাকে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠাবে পুলিশ। শাহাজাহান উপজেলার বায়েক ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সামাদ মোল্লার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানু রহমান জানান, গ্রেপ্তার হওয়া শাহজাহান মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।