
কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয়তাবাদী কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে কুষ্টিয়ায় আধাবেলা হরতাল পালিত হয়েছে।
হরতালের সমর্থনে শহরে বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। এদিকে, হরতাল চলাকালে শহরে দোকানপাট, ব্যাংক, ব্যবসায় প্রতিষ্ঠান খোলেনি। ছেড়ে যায়নি কুষ্টিয়া থেকে কোন যানবাহন। এদিকে, হরতাল চলাকালে যে কোনো নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।
এআর