ভিডিও বিজ্ঞাপনের পরিকল্পনা করছে ফেসবুক

Facebook111সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিডিও বিজ্ঞাপন শুরুর উদ্যোগ হাতে নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যবহারকারীদের নিউজ ফিডে বিজ্ঞাপন জুড়ে দিয়ে তা প্রচারের পরিকল্পনা করা হচ্ছে। টিভিতে প্রচারিত বিজ্ঞাপনের বিপুল ব্যয়ের দিকে লক্ষ্যরেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার ফেসবুকের তরফ থেকে জানানো হয়।

 

সোস্যাল নেটওয়ারকিং জায়ান্টের তরফ থেকে আরও জানানো হয়, এ উদ্যোগের ফলে বিজ্ঞাপনদাতারা খুব অল্প সময়ে ট্যাপ থেকে ভিডিও বিজ্ঞাপন বানাতে পারবেন।

ফেসবুক এ সপ্তাহের মধ্যে অল্প কিছু মানুষের কাছে ‘ডাইভারজেন্ট’ মুভির বিজ্ঞাপন পরিক্ষামূলকভাবে প্রচারের মাধ্যমে এ কাজ শুরু করবে।

জানা গেছে, ভিডিও বিজ্ঞাপন নির্মাণের এ সিদ্ধান্ত নেওয়ার পর ফেসবুকের শেয়ারের দাম ১ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৫৪ দশমিক ৬৭ ডলারে উন্নীত হয়েছে।

ফরেস্টার বিশ্লেষক নেইট ইলিওট জানান, অনলাইনে ভিডিও বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে এখন থেকে ফেসবুক ইউটিউবের প্রতিদ্বন্দ্বী।

গুগল ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে প্রচুর টাকা কামিয়ে থাকে। তারই আদলে ফেসবুক এবার ভিডিও বিজ্ঞাপন শুরু এ পরিকল্পনা হাতে নিয়েছে। তবে এতে ব্যবহারকারীদের বিরক্তি বাড়বে বলে অনেকেই আশংকা প্রকাশ করেছেন।