
দিনাজপুরে নিজ বাড়ী থেকে নিখোঁজ হওয়া চার দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে বিরল উপজেলার চক কাঞ্চন এলাকার একটি বাঁশের ঝাড়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আবুল হোসেন সামস (২৬) । সে দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লার আসমত আলীর ছেলে ।
নিহতের বাবা আসমত আলী জানায়,তার ছেলে আবুল হোসেন সামস গত রোববার বাড়ী থেকে নিখোজ হয়। অনেক খোজা খুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল বুধবার চারদিন পর পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে এমন সংবাদ শুনে তিনি ঘটনা স্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন।
বিরল থানার ওসি আমিরুল ইসলাম জানান, লাশের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে বিরোধের জের ধরে তাকে মারধরের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে ।
লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।