
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বড়ইটুপি গ্রাম থেকে বিদেশী পিস্তল, বন্দুক, ম্যাগজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা বুধবার দুপুর সোয়া ১২টায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।
আটকরা হলেন- ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বড়ইটুপি গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে মিন্নাত মন্ডল (৩৭) ও কুষ্টিয়া সদর থানার বটতৈল কবিরাজ পাড়া গ্রামের মৃত হুজুর আলী শেখের ছেলে লাল্টু শেখ (৩৫)। এ সময় তাদের কাছে থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বিদেশী পিস্তল, একটি বন্দুক, একটি ম্যাগজিন, চার রাউন্ড পিস্তলের গুলি ও দুই বন্দুকের কার্তুজ উদ্ধার করে।