কিছুক্ষণ পর বিশ্বজিত হত্যা মামলার রায়

  • Emad Buppy
  • December 18, 2013
  • Comments Off on কিছুক্ষণ পর বিশ্বজিত হত্যা মামলার রায়
bishhojit

bishhojitপুরান ঢাকার আলোচিত বিশ্বজিত দাস হত্যা মামলার রায় আজ বেলা ১২টায় ঘোষণা করা হবে। গত ৪ ডিসেম্বর আসামির পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক ওই রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি এসএম রফিকুল ইসলাম।

জানা যায়, গত বছর ৯ ডিসেম্বর বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় শাখারীবাজারের দর্জি দোকানি বিশ্বজিত দাসকে।

বিচারক রফিকুল ইসলাম জানান, গত ৪ ডিসেম্বর বিশ্বজিত হত্যা মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখটি ধার্য করেছিলেন বিচারক। রায় ঘোষণাকালে কারাগারে থাকা ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার আটক আসামিরা হলেন- গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম শাকিল (চাপাতি শাকিল), মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম ও কাইউম মিয়া টিপু।

আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে পিপি রফিকুল বলেন, ‌আমরা সকল আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পেরেছি, তাই আশা করছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।

মামলার পলাতক আসামিরা হলেন- খন্দকার মো. ইউনুস আলী, রাজন তালুকদার, তারিক বিন জোহর তমাল, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসিন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মো. নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, কামরুল হাসান, মোশারফ হোসেন ও মনিরুল হক পাভেল।

আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছে, বিশ্বজিত দাস হত্যা মামলাটির প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম শাকিলসহ সব আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারে নি। তাই তারা বেকসুর খালাস পাবেন।

উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডের ১ বছর ৮ দিন পর মামলাটির বিচার সম্পন্ন হতে যাচ্ছে।