
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা জাপার সভাপতি অ্যাডঃ তোফাজ্জল হোসেন বলেছেন, অতিসত্তর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিঃশর্ত মুক্তি না দিলে এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা সমুহ প্রত্যাহার না করলে নওগাঁ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে। বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ জেলা প্রশাসন চত্ত্বরে জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আবু বেলাল হোসেন জুয়েল, সাবেক এমপি হুমায়ন কবির চৌধুরী, রানা জোয়ার্দার, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম লিউ, জাহের আলী প্রমুখ। এর আগে নওগাঁ নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এরশাদের মুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এআর