২৪ হাজার টন গম নিয়ে বন্দরে আটকা পড়েছে রাশিয়ান জাহাজ

  • Emad Buppy
  • December 17, 2013
  • Comments Off on ২৪ হাজার টন গম নিয়ে বন্দরে আটকা পড়েছে রাশিয়ান জাহাজ

Ship২৪ হজার টন সরকারি গম নিয়ে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে রাশিয়ান জাহাজ  ‘ভয়জার-কে’। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের জাইলো জেটিতে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে এ জাহাজটি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটি ইঞ্জিন সারানো গেলেও কর্ণফূলী নদীতে ভাটার কারণে এখন আটকে আছে। রাতে জোয়ার আসলে তা বন্দরে ভিড়বে বলে জানান বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন।

সৈয়দ ফরহাদ উদ্দিন জানান, জাহাজটি সরকারি গম নিয়ে চট্টগ্রাম বন্দর এলাকার সাইলো জেটির কাছে আসলে ইঞ্জিল বিকল হয়ে পড়ে। পরবর্তীতে ইঞ্জিন সারানো হলেও ভাটার কারণে বন্দরের ভিড়ানো যাচ্ছে না।  রাতে জোয়ার আসলে জাহাজটি বন্দরের ভিড়বে।
জাহাজটি আটকে থাকায় জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানান তিনি।

এআর