
সাতক্ষীরা ও লালমনিরহাটে রোববার রাতে যৌথ বাহিনীর অভিযানে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মী নিহতের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলাম।
সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার-সম্পাদক আজিজুর রহমান ও লালমনিরহাট জেলা জামায়াতের সাধারণ-সম্পাদক আলাউল ইসলাম ফাতেমী হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সাতক্ষীরার কয়েকটি স্থানে রোববার দিবাগত রাতে যৌথ বাহিনীর অভিযানে শিবিরের পাঁচ নেতা নিহত হয়। এদিকে, জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারাদেশে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রোববার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিবিরের তিনজন ও আওয়ামী লীগের একজন নিহত হয়েছে।