
সোমবার বিকেলে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ অফিসের সামনে ককটেল বিষ্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল পৌনে ৪ টার দিকে মোটর সাইকেলযোগে আসা কয়েকজন দূর্বৃত্ত অফিস লক্ষ করে ২টি ককটেল ছোড়ে। এসময় একটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। তখন সেখানে কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নি। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আতঙ্কিত হয়ে উঠেন। ঘটনার ৫ মিনিটের মধ্যেই তাৎক্ষনিকভাবে জেলা ও মহানগর জাতীয় পার্টির সদস্য বিলুপ্ত কমিটির সভাপতি প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু ও মহানগর সাধারণ সম্পাদক এ্যাড. সালাহউদ্দিন কাদেরীসহ বেশ কয়েকজন নেতাকর্মীরা ছুটে আসেন। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
এ ঘটনার ব্যাপারে সদ্য ঘোষিত জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, এটা ওদের কাজ। ওদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।
সাকি/