
একইসঙ্গে দুটি কিংবা চারটি সন্তান জন্ম দেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু ভারতে এবার এর ব্যতিক্রম ঘটেছে। একইসঙ্গে দশ সন্তানের জন্ম দিয়ে রেকর্ড গড়েছেন ২৮ বছরের এক নারী। তিনি মধ্য প্রদেশের সাটনা জেলার কোটি গ্রামের বাসিন্দা। তবে তাদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। খবর টাইমস অব ইন্ডিয়ার ।
প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে এতগুলো সন্তানের ভ্রুণ একই গর্ভে থাকার রেকর্ড ভারতে এই প্রথম। এর আগে রোমের ডাক্তাররা দাবি করেছিলেন, রোমে একই সাথে ১৫টি ভ্রুণ গর্ভে থাকার রেকর্ড আছে।
রোববার সন্ধ্যায় সাটনার কোটি গ্রামের আঞ্জু কুশাআর পরামর্শে তাকে সঞ্জয় গান্ধি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনি প্রথমে কোনো অস্ত্রোপচার ছাড়াই নার্সদের সহায়তায় ৯টি শিশু প্রসব করেন। এরপর দশম সন্তানের বেলায় অস্ত্রপাচারের দরকার হয়।
হাসপাতালের সহকারী সুপারেনটেন্ডেন্ট ডা.এস কে পাঠাক জানান, জন্মের সময়ই সব বাচ্চা মৃত ছিল। তিনি বলেন, এসব বাচ্চা ১২ মাস আগে গর্ভেই মারা গেছে।
ভারতের ডাক্তাররা দাবি করেন, যদিও ১৯৭১ সালে রোমে একই সঙ্গে ১৫টি বাচ্চা জন্ম দেওয়ার রেকর্ড আছে বিশ্বের বুকে। এরপর ১৯৯৯ সালে মালয়েশিয়াতে ৯টি শিশু জন্মদানের রেকর্ড আছে। তারপরেও ভারতের মধ্যপ্রদেশে এটাই প্রথম ঘটনা। যা বিশ্বের বুকে একটা নতুন রেকর্ড তৈরি করেছে।
এসআর/এআর