
খাদ্য ও আনুষঙ্গিক খাতের সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইন্যারি লিমিটেডের শেয়ার লেনদেন আজ ১৫ ডিসেম্বর, রোববার থেকে দেশের উভয় শেয়ারবাজারের শুরু হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অস্বাভাবিক হারে দর বৃদ্ধির কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৫২ কার্যদিবস বা ২ মাস ১৮ দিন বন্ধ থাকার পর কোম্পানিটি শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা করার পর আজ কোম্পানিটির লেনদেন প্রথম কার্যদিবস হওয়াতে এর শেয়ার দর কোন সীমা থাকবে না।
উল্লেখ্য, এ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এমআরবি/