বিএসএফের হাতে যুবক অপহৃত

thakurgong

ঠাকুরগাঁও মানচিত্রঠাকুরগাঁওয় বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ী সীমান্ত থেকে  বাংলাদেশী এক যুবককে  ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) । রোববার ভোরে ওই  যুবককে  ধরে নিয়ে যায় তারা।

জানা গেছে ওই যুবক হলো কদমতলা সমির নগন বাদামবাড়ি  গ্রামের মোহাম্মদ আলীর   ছেলে সাদেকুল সাহা (২২) । বিজিবি সূত্র জানায় বেউরঝাড়ী সীমান্তের ৩৭৯ মেইন পিলারের ২ সাবপিলার এলাকায় থেকে ওই  যুবককে   ভারতের চাকলাগড়  ১২১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অপস অফিসার মেজর আলমগীর  জানান, বিএসএফ সীমান্তের ওপার থেকেই তাকে আটক করে ভারতীয় পুলিশে সোপর্দ করে।

সাকি/