
রোববার দুপুরে নওগাঁয় ১৮ দল বিক্ষোভ মিছিল করেছে। সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে অবিলম্বে একদলীয় নির্বাচন প্রক্রিয়া বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেছে ১৮ দল। শহরের কেডি স্কুলের মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ১৮ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু। প্রতিবাদ সামবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ বকুল, সদর থানা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টুকু, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুর রাকিব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারুখ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউল আযম রানা, নুরুন্নবী সাজা প্রমুখ।
এআর