আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর ও মহানগরের জাতীয় সংসদ সদস্য, মহানগরের সব থানা সভাপতি, সাধারণ-সম্পাদক, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের এক যৌথসভা অনুষ্ঠিত হবে। রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে।
শনিবার আওয়ামী লীগের দপ্তর-সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।
এমআইকে/এএস