
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন- রাজশাহী-১ আসনে বর্তমান এমপি ও আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী (আ’লীগ), রাজশাহী-২ আসনে বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি), রাজশাহী-৪ আসনে বর্তমান সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক (আ’লীগ) ও রাজশাহী- ৫ আসনে বর্তমান সাংসদ আবদুল ওয়াদুদ দারা (আ’লীগ)।
শনিবার জেলা নির্বাচন অফিস আনুষ্ঠানিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী জেলা নির্বাচন অফিসে যেসব আসনে একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া যেসব আসনে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এসময় রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন চৌধুরী এবং জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাকি দুটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রাজশাহী-৩ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আয়েন উদ্দিন (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি মেরাজ উদ্দিন মোল্লা (কলস প্রতীক) ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু (লাঙ্গল প্রতীক) নিয়ে দশম জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিবেন।
রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আলম এমপি (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানুল হক (প্রজাপতি প্রতীক) নিয়ে নির্বাচন অংশ নিচ্ছেন।