
বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করেছে দেশের পোশাক খাতের স্বনামধন্য কোম্পানি ডিবিএল গ্রপ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ডিবিএল গ্রপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের ও মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পুবুদু বাজনায়েকে দুই প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় বাংলাদেশে মাইক্রোসফটের লাইসেন্সিং সল্যুশন প্রোভাইডার (এলএসপি) টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেড ডিবিএল গ্রপের জন্য সফটওয়্যারসহ মাইক্রোসফটের বিভিন্ন টিউটোরিয়াল সেটআপ ও বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদান করবে। এটাই দেশের এ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মাইক্রোসফটের প্রথম চুক্তি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জব্বার, ডিরেক্টর হাসান ইমাম, মাইক্রোসফট বাংলাদেশের লার্জ অপরচুনিটি ম্যানেজার জিয়াউল হক মল্লিক ও টেক ওয়ান গ্লোবাল প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার তারেক সানুন।