
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শেষ বেলায় দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ ও সেই সাথে আগামি দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন হাওলাদার।
শুক্রবার বিকেলে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।
রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের স্বিদ্ধান্ত অনুযায়ী আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবেনা । চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আজকের মধ্যেই দলের সকলকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করা হলো।
জাতীয় পার্টির বিকল্প চেয়ারম্যান হিসেবে কাউকে মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এরশাদই দলের চেয়ারম্যান থাকবেন। আমরা ঐক্যবদ্ধ আছি। রাতে একটি বৈঠক শেষে দলের কর্মসূচি সম্পর্কে জানানো হবে।
প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারী উচ্চারন করেন তিনি।
ইতোমধ্যে কতটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় পার্টি ২৯০টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিল। রাতে জানানো হবে কত আসনে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে।
এমআর/এসএম