দিনাজপুরে রেল যোগাযোগ বন্ধ

Dinajpur

Dinajpur_Districtজামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর দিনাজপুর পার্বতীপুর রেলওয়ে ষ্টেশন থেকে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এরপরে দিনাজপুর জেলার সাথে দেশের সকল জেলার রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।

ট্রেন বন্ধ থাকার কারণে সাধারন যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এবিষয়ে পার্বতীপুর ষ্টেশন মাষ্টার শেখ আব্দুল জব্বার জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পরে যে কোনও ধরনের নাশকতা এড়াতে উর্ধ্বতন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে কাদের মোল্লার ফাঁসির সংবাদ পাওয়ার পর জামায়াত শিবির নেতাকর্মীরা দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য আজিজুল হক চৌধুরীর বাড়ি ভাংচুর ও পেট্রল বোমা নিক্ষেপ করেছে। জেলার খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লায়ন চৌধুরীর বাড়িতে ও দোকানে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে জামায়াত শিবির নেতাকর্মীরা।