কুড়িগ্রামে এ পর্যন্ত এক জনের মনোনয়ন প্রত্যাহার

Kurigram

Kurigram১০ম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে এ পর্যন্ত কুড়িগ্রাম-৪ আসন থেকে জাপা(এরাশাদ) প্রার্থী অধ্যক্ষ ইউনুছ আলী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।

অন্যান্য আসনে প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় দ্বিধাদন্ধে থাকায় বেলা ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করেনি।

জেলা রিটার্নিং অফিস জানায়, কুড়িগ্রাম-১ আসনে একেএম মোস্তাফিজুর রহমান (জাপা), আসলাম হোসেন সওদাগর(আ’লীগ), রশিদ আহমেদ(জেপি), আব্দুল হাই সরকার(স্বতন্ত্র)।

কুড়িগ্রাম-২ আসনে মোঃ জাফর আলী(আ’লীগ), তাজুল ইসলাম চৌধুরী(জাপা)।

কুড়িগ্রাম-৩ আসনে এ কে এম মাঈদুল ইসলাম(জাপা), গোলাম হাবিব(জাপা), মতি শিউলী রায়(আ’লীগ) এবং

কুড়িগ্রাম-৪ আসনে মোঃ জাকির হোসেন(আ’লীগ), রুহুল আমিন(জেপি) ও মোত্তালিব হোসেন(স্বতন্ত্র) এর প্রার্থীতা বৈধ বলে বিবেচিত হয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা প্রার্থীতা প্রত্যাহার করেননি।

সাকি/