আজ কবির চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • Emad Buppy
  • December 13, 2013
  • Comments Off on আজ কবির চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
Kabir-Chowdhury

Kabir-Chowdhuryআজ জাতীয় অধ্যাপক কবির চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের ১৩ই ডিসেম্বর নয়াপল্টনের নিজ বাসভবনে মারা যান তিনি। ১৯২৩ সালে সালের ৯ ফেব্রুয়ারি ব্রাক্ষণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন কবির চৌধুরী। নোয়াখালীর চাটখিলে উদার ও মুক্ত চিন্তার এক পারিবারিক পরিমন্ডলে বেড়ে ওঠেন তিনি। তার ভাই ছিলেন মুনীর চৌধুরী এবং বোন ফেরদৌসী মজুমদার বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব।

কবির চৌধুরী নব্বইয়ের দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে সমমনাদের নিয়ে গড়ে তোলেন ‘একাত্তরের ঘাতাক দালাল কমিটি’। আর মেধাবী এই মানুষ্টিকে সম্মান জানাতে ১৯৯৮ সালে জাতীয় অধ্যাপক করা হয়।

মেধাবী এই মানুষটির সাহিত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল- ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজী কাব্যসাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, শেকসপিয়র থেকে ডিলান টমাস, বঙ্গবন্ধু শেখ মুজিব ইত্যাদি।

কবির চৌধুরী ১৯৯১ সালে একুশে পদক ও ১৯৯৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন