জাবির ভর্তি পরীক্ষা স্থগিত

jabiজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৭ থেকে ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ নিয়ে দ্বিতীয় দফা পরীক্ষার তারিখ পেছালেও নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সমন্বয়ক ফজলুল করিম পাটোয়ারী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামি জাতীয় সংসদ নির্বাচনের পর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।