কাদের মোল্লার সাথে দেখা করতে কারাগারে স্বজনেরা

Kader-Molla

Kader-Mollaমানবতা বিরোধী মামলায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার সাথে দেখা করতে তার পরিবারের সদস্যরা কারাগারে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কাদের মোল্লার স্বজনেরা তার সাথে শেষ দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছান।

ফাঁসির সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ। ফাঁসিতে জল্লাদের দায়িত্ব পালন করবে ৬০ বছরের কারাদণ্ড প্রাপ্ত শাহজাহান ভুইয়া। কাদের মোল্লা্কে তওবা পড়াবেন কারা মসজিদের ইমাম মনির হোসেন।

এদিকে কিছু সময় পূর্বে আপিল বিভাগের আদেশ কারাগারে পাঠানো হয়েছে। কারাদপ্তরের মহা পরিদর্শক মাঈনউদ্দীন আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনা(রিভিউ) খারিজ এবং ফাঁসি কার্যকরের আদেশ আমাদের কাছে পাঠিয়েছেন। এখন আর রায় কার্যকরে আমাদের কোনো বাধা নেই।

এদিকে সরেজমিন পরিদর্শণ দেখা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন শৃংখলা বাহিনী। কারা ফটকের কারাগারের নিজস্ব প্রহরী সহ পুলিশ সতর্ক অবস্থানর নিয়েছে।