আমাদের জয় হয়েছে: কামরুল ইসলাম

kamrul islam

kamrul-islamআইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আপীল বিভাগের কাছে আবেদন খারিজ হওয়ায় চূড়ান্ত লড়াইয়ে আমাদের জয় হয়েছে। এরপর এ ধরনের কোনও মামলায় আর রিভিউ করতে পারবে না আসামীপক্ষের আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ-এ আপীল বিভাগের আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকের তিনি এসব কথা বলেন।

এ সময় বিচারপতি ফজলে কবীরের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা যুদ্ধে নেমেছি এ যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। জয় আমাদের হবেই।

এর আগে, মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনগ্রহণযোগ্য নয় বলে রায় দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ।

এমআইকে