চট্টগ্রামে রোববার হরতাল ডেকেছে হেফাজত

হরতাল

hortal_1চট্টগ্রামে মহাসম্মেলনের অনুমতি না পাওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে আগামি রোববার সকাল- সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ৭০ জন শীর্ষ নেতাদের এক বৈঠক থেকে এ ঘোষণা দেন সংগঠনটি।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, জমিয়াতুল ফালাহ মসজিদের মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়া রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল এবং শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা শামসুল আলম, নগর হেফাজতের আমীর তাজুল ইসলাম ।