
চলমান রাজনৈতিক সংকট সমাধানে সমঝোতার উপায় খুঁজতে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা আজ আবারও সংলাপে বসেছেন । বুধবার বেলা ১২ টায় রাজধানীর গুলশানের ইউএনডিপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে আওয়ামী লীগের সৈয়দ আশরাফের নেতৃত্বে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী উপস্থিত আছেন। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত আছেন ড. মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও শমসের মবিন চৌধুরী উপস্থিত রয়েছেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নির্বাচনকালীন সরকারের মন্ত্রী তোফায়েল আহমদ জানান, রাজনৈতিক সংকট সমাধান ও নির্বাচন কালীন সরকার এবং নির্বাচনের প্রসঙ্গে বৈঠকে আলোচনা করা হবে।
গতকালও জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ-বিএনপি নেতাদের বৈঠক হয়।
বৈঠক শেষে জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারনকো জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
প্রসঙ্গত মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্ততায় এই দুই দলের মধ্যে মহাসচিব পর্যায়ের বৈঠক হয়। দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকারের বাসায় এই বৈঠক হয়।
যদিও সন্ধ্যা পর্যন্ত কোনো দলই এ বিষয়ে কিছু বলেনি।তবে বৈঠকের পরে ফার্নান্দেজ তারানকো জানান দুই পক্ষই ‘সদিচ্ছার সঙ্গে’ সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তিনি এটাকে সংকট উত্তরণের ‘ইতিবাচক অগ্রগতি হিসেবেও আখ্যা দেন।
বিএনপি জানায়, বৈঠকে উভয়পক্ষ সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে দুই দলই একমত পোষণ করে।
শনিবার থেকে গত চার দিনে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী এবং নির্বাচন কমিশন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।
এমআর/