
রাজশাহীর বাঘায় ছাত্রলীগকর্মীর হাতের রগ কেটে দিয়েছে শিবিরের কর্মীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার চকছাতারী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগকর্মীর নাম মিজানুর রহমান। সে উপজেলার শাহদৌল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে উপজেলা সদরে জামায়াত-বিএনপির সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যায় বাড়ি থেকে বাঘায় আসছিলেন ছাত্রলীগকর্মী মিজানুর রহমান। পথে চকছাতারী এলাকায় পৌঁছালে বিএনপিকর্মী শিমুল, হানিফ এবং শিবিরকর্মী কাউসার ও মান্নান তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারতে শুরু করে। এ সময় চাপাতি দিয়ে তার ডান হাতের রগ কেটে দেয় তারা।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাঘা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
মাইদুল ইসলমাম