
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ভারতের প্রারাইজ ওয়াটার হাউজ কোপার্সের (পিডব্লউসি) একটি প্রতিনিধি দল। বুধবার মতিঝিল ডিএসই’র সভাপতির কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
এসময় ওই প্রতিনিধি দল ডিএসই’র সভাপতির কাছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণের (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী লক্ষ্য ও পদক্ষেপ সম্পর্কে জানেন। এসময ডিএসই’র সভাপতিকে পিডব্লউসির বিভিন্ন ধরনের সেবা সম্পর্কেও তারা জানান। অন্যদিকে ডিএসইকে তাদের পক্ষ থেকে সেবা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
জানা যায়, পিডব্লউসি ইনফরমেশন টেকনোলজি (আইটি), ম্যানেজমেন্ট ও অডিট সংক্রান্ত সেবা দিয়ে থাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. স্বপন কুমার বালা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জিয়াউল হাসান খান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা আ.স.ম. খায়েরুজ্জামান এবং মহাব্যবস্থাপক ও সচিব শেখ মোহাম্মদউল্লাহ।
প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন, পিডব্লউসির নির্বাহী পরিচালক প্রদীব ভৌমিক, সেন্টার অব এক্সিলেন্স হেড অনিন্দ্য সেনগুপ্ত এবং পিডব্লউসির বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফো টেকের পরিচালক মারুফ আহমেদ।
জিইউ