রাজৈরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

madaripur

madaripurঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলায় মঙ্গলবার সকালে একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অজ্ঞাত চালক মারা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরগামী মটর সাইকেলটি রাজৈর টেকেরহাট বন্দরের শিমুলতলা নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমদাদুল হক বলেন, মাদারীপুর সদরের পাঁচখোলা গ্রাম থেকে একটি মটরসাইকেল চুরি করে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে টেকেরহাট বন্দরের দিকে যাচ্ছিল। এই সময় সড়কে টহলরত পুলিশের গাড়ি দেখে দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে মারা গেছে।

সাকি/