
বৃটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান এবারের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেন। যিনি দেশটির ইন্টারনেট ও টেলিফোন নজরদারি কর্মসূচির ২ লাখ তথ্য ফাঁস করে দিয়ে বৈশ্বিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। খবর দি গার্ডিয়ান অনলাইনের ।
গার্ডিয়ানের জরিপে মোট ভোট পড়ে ২ হাজারেরও বেশি। তার মধ্যে স্নোডেন ১ হাজার ৪ শত ৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। গার্ডিয়ানের লেখক, সম্পাদকদের দ্বারা নির্বাচিত মোট ১০ জন প্রার্থী এ বছর সেরা ব্যক্তি হওয়ার মনোনয়ন পায়।
এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কো ওয়েবার এবং সিনি সারেলা । এই দুইজন রাশিয়ায় তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ‘গ্রীনপিস’ আন্দোলন করে আলোচিত হয়েছিলেন । তারা পেয়েছেন ৩ শত ১৪ ভোট করে । অন্যদিকে পোপ ফ্রান্সিস পেয়েছেন ১ শত ৫৩ ভোট।
এদিকে, ১ শত ৪৪ ভোট পেয়ে পোপের নিকটতম অবস্থানে আছেন দারিদ্রতা দূরীকরণ বিষয়ে প্রচারকারী এবং ব্লগার জ্যাক মনরোই।
গুপ্ততথ্য ফাসের মতো স্নোডেনের এ জয় তার পাঠকদের আত্নত্যাগের ফল বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গতবছরে স্নোডেনের এই স্থানে অবস্থান করছিলেন চেলসিয়ার ব্রাডলি ম্যানিং।