তারানকো সফরের সময়সূচি বাড়ল একদিন

Taranko

Tarankoজাতিসংঘ মহাসচিবের রাজনৈতিক বিষয়ক সহকারী অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফরের সময়সূচি একদিন বাড়ানো হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার তার দেশ ত্যাগের কথা থাকলেও বুধবার ফিরে যাবেন তিনি।

তবে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার নির্ধাতির বৈঠক পছিয়ে নেওয়া হয়েছে। আগামিকাল গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আজ সন্ধ্যায় নির্ধারিত সংবাদ সম্মেলনটিও পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীরের সঙ্গেও বৈঠক করেছেন তারানকো। এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন তিনি।

বাংলাদেশে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের লক্ষ্যে গত ৬ ডিসেম্বর ঢাকা সফরে আসেন তারানকো। এসেই একের পর এক বৈঠক করছেন দুই দলের নেতাকর্মীদের সাথে। দেশের চলমান সংকট নিরসের লক্ষ্যে ইতোমধ্যে তিনি আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন।

এএস