
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টায় লেনদেন দুই’শ কোটির বেশি ছাড়িয়েছে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে এসময় উভয় স্টক এক্সচেঞ্জে সবধরনের সূচকে ছিল ঊর্ধ্বমুখী ধারা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩১০ পয়েন্ট। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০১ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৫ টির কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।
এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৬২ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ১৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮ টির কমেছে ৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির।
এমআরবি/