বিএনপি নেতাদের জামিন ও রিমান্ড না মঞ্জুর

রুহুল কবির রিজভী

rizvi_hannanবিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল আহমেদের রিমান্ডে নিতে পুলিশের আবেদন ও তার আইনজীবিদের জামিন আবেদন দু’পক্ষের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন ঢাকা মুখ্য মহানগর আদালত ।

রোববার সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির করা হলে উভয় পক্ষের আবেদন না মঞ্জুর করে আদালত এ আদেশ দেন।

বিএনপি নেতাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন করে তাদের আইনজীবীরা।

দুপক্ষের শুনানী শেষে আদালত দু’পক্ষেরই আবেদন না মঞ্জুর করেছেন মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত।তবে আগামি ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।