ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান হংকং-এ অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনের যোগ দিতে আজ রোববার ঢাকা ত্যাগ করেছেন।
হংকংভিত্তিক যুক্তরাষ্ট্রের কোম্পানি সমূহকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত ও আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার নেতৃত্বে বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের অংশ হিসেবে তার এআ সফর।
আগামি ৮-১১ ডিসেম্বর হংকং-এ অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি সমূহের প্রতিনিধিদের সাথে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাণিজ্য আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এবং ঢাকা চেম্বারের সভাপতি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে বক্তব্য প্রদান করবেন। উল্লেখ্য, আগামি ফেব্রুয়ারি, ২০১৪ সময়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২৩তম বার্ষিক ইউএস ট্রেড শো’তে অংশ নিতে হংকং ভিত্তিক অ্যামচেম-সদস্যদেরকে আমন্ত্রণ জানানো হবে। (বিজ্ঞপ্তি)
এআর