
আসন্ন নির্বাচন নিয়ে চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে তফসিল আবার ঘোষিত হতে পারে বলে ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি আজ রোববার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত তারানকো ফার্নান্দেজের সাথে বৈঠক কালে এমন আশ্বাস দেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় কোন অগ্রগতি হয়নি। তাই বিষয়টি জটিলতর হয়ে গেছে। তবে সকল পক্ষের মধ্যে সমঝোতা হলে সবকিছুই সম্ভব ।
তবে এসব কিছুই আইনি কাঠামোর মধ্যে হবে বলেও জানান তিনি।
কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করছেন। সকলের অংশগ্রহনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার পথ বের করার চেষ্টায় আছেন। সেহেতু আমাদের এ মুহুর্তে বেশি কিছু বলা উচিত হবেনা।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার বেলা এগারটায় তারানকো ইসিতে আসলে প্রায় দেড় ঘন্টা বৈঠক চলে। বৈঠক শেষে তারানকোর সাথে আসা অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে ইসি সচিব বের হয়ে গেলে প্রায় বিশ মিনিট সিইসি তারনকো একান্তে আলোচনা করেন।
কবির/