সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সংঘর্ষে তিন শতাধিক নিহত

SAR_picসেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী ব্যাংগুইতে দুইদিন ব্যাপী চলা ভয়ানক সংঘর্ষে কমপক্ষে ৩ শতাধিক নিহত হয়েছেন। আদিবাসী অঞ্চলে গণহত্যার আতংক ছড়িয়ে পড়লে এ সংঘর্ষের সূত্রপাত হয়। রেডক্রসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি নিউজ।

জানা গেছে, রেডক্রস গতরাত পর্যন্ত ব্যাংগুইয়ের সংঘর্ষস্থল থেকে ২৮১ টি লাশ উদ্ধার করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংগঠনটি আশংকা প্রকাশ করেছে।

আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটিতে শত শত ফরাসি সেনা পৌঁছায় সেনা-সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

সিএআর -এ তে আফ্রিকান শান্তিরক্ষা মিশনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে  ফ্রান্স তার সেনা পাঠিয়েছে।

বৃহস্পতিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস বোজিজের অনুগত খ্রিস্টান বিদ্রোহীরা উত্তরাঞ্চলের অধিবাসী অধ্যুষিত অঞ্চলে হামলা শুরু করে। ফলে দেশটির নতুন সরকারের অনুসারীরা মুসলিম সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষের জড়িয়ে পড়েন। এ সময় গণহত্যার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষস্থলের আশেপাশে থাকা অধিবাসীরা জানিয়েছেন, শত শত মানুষ আশ্রয়ের জন্য নিকটবর্তী বিমানবন্দরে চলে যান। সেখানে থাকা ফরাসী সেনারা তাদের দেখভালের দ্বায়িত্ব পালন করছেন।

রেডক্রস জানিয়েছে, সংঘর্ষে নিহত অনেক মৃতদেহ রাস্তার ওপর পড়ে রয়েছে। সেখান থেকে লাশ উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।