বীরগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

দিনাজপুর ম্যাপ

দিনাজপুর ম্যাপদিনাজপুরের বীরগঞ্জে এক লাখ জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বীরগঞ্জ থানার ওসি প্রশাসন মো. আরমান হোসেনের (পিপিএম) নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মুক্তিযোদ্ধা নাম ফলক চত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ১০০টি জাল টাকার নোটসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া গ্রামের অবির উদ্দিনের পুত্র মোবারক হোসেন (৪০) ,দাড়িয়াপুর গ্রামের আবু কইয়ুমের পুত্র রশিদুল ইসলাম ও ঢাকা রাজধানী গাজীপুর জেলার পোড়াবাড়ী গ্রামের আলতাফ হোসেনের পুত্র কায়ছার আলম (২৮)।এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।