প্রতিমন্ত্রী সালমা ইসলাম এলেন প্রেসিডেন্ট পার্কে

Salma_Islamসর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট সালমা ইসলাম দলের সভাপতি হুসাইন মুহম্মদ এরশাদের সাক্ষাৎ করতে এসেছেন।

শনিবার বেলা ১১টায় সালমা ইসলাম রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের বাসভবনে প্রবেশ করেন।

প্রেসিডেন্ট পার্কে প্রবেশের আগমূহুর্তে সাংবাদিকরা তার কাছে মন্ত্রীসভা থেকে পদত্যাগের বিষয়টি জানতে চাইলে প্রথমে তিনি কথা বলতে চাননি। পরে সাংবাদিকদের তিনি বলেন, এখনও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দলের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়টি স্পষ্ট করা হবে।এ কথা বলেই তিনি দ্রুত প্রেসিডেন্ট পার্কে ঢুকে পড়েন।

এমআর