
দিনাজপুরে শান্তিপূর্ণভাবে পালিত হলো বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন।
অবরোধের প্রথম দিনে সড়ক ও আন্তঃনগর ট্রেনসহ কোনও ট্রেনই চলাচল করেনি। দিনাজপুর নিমনগর ফুলবাড়ি বাসষ্টান্ডে ১৮ দলের নেতারা মিছিল করে। এদিকে শহরের বালুয়াডাঙ্গা বাস টার্মিনালে জেলা মহিলা দলের আহবায়ক সাবেক এমপি রেজিনা ইসলামের নেতৃত্বে বিশাল ঝাড়– মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গতকাল শনিবার অবরোধ সমাবেশে শহরের বালুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড এলাকায় জেলা মহিলা দল সরকারের নির্যাতন, নিপিড়ন, মামলা-হামলা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে একটি বিশাল ঝাড়– মিছিল বের করে। মিছিলটি বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। অবরোধের ১ম দিনে দিনাজপুর জেলা বিএনপির , জামায়াতে ইসলামী, জাগপা, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল,পৌর মহিলা দল, কোতয়ালী বিএনপি, ছাত্র শিবির, জাগপা ছাত্রলীগ দিনাজপুর প্রবেশের ৫ টি রুটে অবরোধ কর্মসূচী পালন করে।