
রংপুরের পীরগঞ্জ ও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় দুটি পৃথক অভিযানে অনুমানিক ছয় লক্ষ টাকার গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রংপুর ক্যাম্পের একটি দল।
শনিবার দুপুরে রংপুর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার লেঃ মোঃ মোতাহার হোসেন এ তথ্য জানান।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রংপুর ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার তিনটি এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মৃত জাহিদ মাবুদের ছেলে জয়নাল আবেদীনকে (৬০) গ্রেপ্তার করে।
অন্যদিকে একই দলের অভিযানে শনিবার ভোরে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার লতাবর এলাকা থেকে আলম মিস্ত্রী ও তার ছেলে সিরাজুল ইসলামকে ৩৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
র্যাব জানায়, দুটি পৃথক অভিযানে ৫ লক্ষ ৮৯ হাজার টাকার গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান।
সাকি/