
ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে প্রাইম ব্যাংক ফুটবল লীগের শনিবারের খেলায় আশুগঞ্জ রাইজিং স্টার ক্লাব ৪-১ গোলে চলন্তিকা ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
আগামিকাল রবিবার খেলায় লড়বে মেরাশানী ফুটবল একাদশ বনাম রূপসীবাংলা স্পোটিং ক্লাব।
উক্ত ফুটবল লীগ খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকদের আহবান জানিয়েছেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক ও সাধারণ-সম্পাদক মহিম চৌধুরী। লীগ খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে প্রভাতী ক্রীড়া সংঘ, সুহিলপুর খেলোয়ার সংসদ, গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ, ঘাটুরা একাদশ, নজরুল ব্রাদার্স, চলন্তিকা ক্রীড়া চক্র, বিল কেন্দুয়া একাদশ, রূপসী বাংলা স্পোটিং ক্লাব, সবুজবাগ একাদশ, মোহামেডান স্পোটিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব আশুগঞ্জ, মেরাশানী ফুটবল একাদশ।
এএস